বাকলিয়ায় বিকল্প খালের মাটি উত্তোলন ও বর্জ্য অপসারণ

| বুধবার , ১২ মে, ২০২১ at ৬:১০ পূর্বাহ্ণ

১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের কাউন্সিলর শহিদুল আলমের নির্দেশনায় গত সোমবার সকালে বাকলিয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও সবুজবাগ আবাসিক এলাকা সংলগ্ন বিকল্প খালের মাটি উত্তোলন ও পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। এ খালে ঘাসের স্তুপ ও চড় জেগে পনি চলাচল বাধাপ্রাপ্ত হয়ে মশার প্রজনন ক্ষেত্রে পরিণত হয়। যে কারণে স্কেভেটর দিয়ে এসব ময়লা আবর্জনা পরিস্কারের উদ্যোগ নেয়া হয়।
খালের এ মাটি উত্তোলন ও পরিচ্ছন্নতা কাজ চলাকালে কাউন্সিলর শহিদুল আলম বলেন, সামনে বর্ষা। এলাকাবাসীর প্রতি আহ্বান থাকবে আপনারা কোনভাবেই আর খালে ময়লা আবর্জনা ও গৃহস্থালি বর্জ্য ফেলবেন না। এতে পানি চলাচল ব্যাহত হয় ও মশার প্রজনন বৃদ্ধি পায়। তিনি বিকল্প খালের অপসারণ করা ময়লা আবর্জনা ও মাটি দ্রুত খাল পাড় থেকে সরিয়ে নিতে কর্পোরশেনের পরিচ্ছন্ন বিভাগের সহায়তা চেয়েছেন। না হয় বৃষ্টি হলে অপসারণ করা এসব ময়লা অবারো খালে গিয়ে পড়বে। তিনি এ ওয়ার্ডকে পরিচ্ছন্ন রাখতে ওয়ার্ডবাসীর সহযোগিতা কামনা করেছেন।

পূর্ববর্তী নিবন্ধভিন্ন ঈদ, উদযাপনে অপেক্ষা
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে দ্বিতীয় ডোজ নিলেন আরো সাড়ে ৬ হাজার মানুষ