নগরীর বাকলিয়ার এক্সেস রোড এলাকায় ঝুট গুদাম ও প্লাস্টিক কারখানাসহ চারটি প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত হননি। তবে সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। উদ্ধার করা হয়েছে ২০ কোটি ৪০ লাখ টাকার সম্পদ। গত শুক্রবার দিবাগত রাত ২টার দিকে এক্সেস রোড এলাকার আহাদ কনভেনশন সেন্টারের পাশে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। গতকাল ভোর ৫টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হন। তবে নির্বাপণের কাজ পুরোপুরি শেষ হয়েছে সকাল ১০টার দিকে। ফায়ার সার্ভিস চট্টগ্রাম বিভাগের সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন আজাদীকে বলেন, অগ্নিকাণ্ডের খবর জেনে আমাদের ৯টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। আমাদের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে পুরোপুরি নির্বাপণ হয় আরো পরে। এ ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি। তবে ক্ষয়ক্ষতি হয়েছে। ১ কোটি টাকার মতো সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। ২০ কোটি ৪০ লাখ টাকার সম্পদ উদ্ধার করে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। মোট চারটি প্রতিষ্ঠানে আগুন লেগেছে জানিয়ে তিনি বলেন, এর মধ্যে ঝুট গুদাম ও প্লাস্টিক কারখানাও রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করছি, শর্টসার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। বিস্তারিত জানতে সময় লাগবে।