নগরীর বাকলিয়া থানাধীন ৩টি খাদ্য তৈরির কারখানায় অভিযান চালিয়ে ৩২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার র্যাব-৭, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও বিএসটিআইয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু। অভিযানে ‘আওসাফ অয়েল মিলস’কে ওজন ও পরিমাপ আইনে ১ লাখ ৫০ হাজার টাকা ও নিরাপদ খাদ্য আইনে ১৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
‘হোসেন ফুড অ্যান্ড কোম্পানি’ নামের একটি প্রতিষ্ঠানকে বিএসটিআই আইনে ১ লাখ, ওজন ও পরিমাপ আইনে ১ লাখ ৫ হাজার টাকা, ভোক্তা অধিকার আইনে ৫০ হাজার ও নিরাপদ খাদ্য আইনে ১২ লাখ টাকা জরিমানা করা হয়। তাছাড়া বাকলিয়া নয়া মসজিদ এলাকার রুসা ড্রিংকিং ওয়াটারকে ওজন ও পরিমাপ মানদন্ড আইনে ১ লাখ ও নিরাপদ খাদ্য আইনে ১ লাখ টাকা জরিমানা করা হয়।