নগরীর বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতু এলাকায় ছোরাসহ তিন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার ভোর পাঁচটার দিকে তাদের আটক করা হয়। এরা হলো মোবারক হোসেন প্রকাশ সাদ্দাম (২২), জাহিদুল আলম প্রকাশ গুরাইয়া (২০) ও মো. হাসান (২০)।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, শাহ আমানত সংযোগ সেতুর উত্তর পাশে আসলাম চৌধুরীর পরিত্যক্ত ব্রিকফিল্ড সংলগ্ন এলাকা থেকে তিনজন ছিনতাইকারীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত তিনটি টিপছোরা এবং একটি প্লাস উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।