নগরীর বাকলিয়া এলাকার একটি বাসায় গ্যাস লাইট বিস্ফোরণে সৃষ্ট অগ্নিকাণ্ডে ৫ জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।
শনিবার (১৫ মে) রাত পৌনে ৯টার দিকে বাকলিয়ার ভরাপুকুর পাড় এলাকার একটি বাসায় কয়েক বন্ধু মিলে তাস খেলছিলেন।
এ সময় সিগারেট ধরানোর জন্য গ্যাস লাইটার জ্বালানোর সময় সেটি বিস্ফোরিত হয়।
এতে রুমের ভিতরে আগুন ধরে গেলে পাঁচজন অগ্নিদগ্ধ হন। আহতদের দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসা হয়।
আহতরা হলেন কিশোর কুমার দে (৪২), পংকজ দে (৪০), যদু বিশ্বাস (৫৫), মধুসূদন দত্ত (৪৫) ও প্রদীপ দাশ (৫২)।
বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া।
তিনি বলেন, “আহতদের সবাইকে ৩৬ নম্বর বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। আহতদের মধ্যে প্রদীপ দশের অবস্থা আশঙ্কাজনক।”