পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) ও ফাতেহা–এ–ইয়াজদাহুম উপলক্ষে দা’ওয়াতে ইসলামী বাংলাদেশ চট্টগ্রাম মহানগর বাকলিয়া থানার উদ্যোগে এক আলীশন ইজতিমায়ে যিকির ও নাত মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার রাতে চর চাক্তাই স্কুল মাঠে অনুষ্ঠিত এ মাহফিলে হাজারো ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দা’ওয়াতে ইসলামী বাংলাদেশ ওভারসিজ নিগরান কামাল আত্তারি, চট্টগ্রাম মহানগর সভাপতি মোহাম্মদ শওকত আত্তারি, চট্টগ্রাম সাউথ জোন জিম্মাদার মোহাম্মদ নাসির আওয়ারী মাদানী, এবং বাকলিয়া থানা সভাপতি মহিউদ্দিন আওয়ারী। এছাড়াও বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইজতিমা শেষে মিলাদ ও মোনাজাতের মাধ্যমে দেশ ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












