বাকলিয়ায় ইয়াবাসহ গ্রেপ্তার একজনের ৫ বছরের কারাদণ্ড

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৫ অক্টোবর, ২০২৫ at ৫:০৬ পূর্বাহ্ণ

নগরীর বাকলিয়া থানাধীন মিয়াখান নগর এলাকা থেকে ইয়াবাসহ গ্রেপ্তার এক ব্যক্তিকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়। গতকাল চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আব্দুর রহমান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন মো. আব্দুন নূর। তিনি বাকলিয়ার তক্তারপুল এলাকার বাসিন্দা। রায় ঘোষণার সময় আসামি কাঠগড়ায় হাজির ছিলেন না। তিনি পলাতক। এ জন্য তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এইচএস আবুল হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন, ৫ জন সাক্ষীর সাক্ষ্য শেষে বিচারক এ রায় ঘোষণা করেছেন।

আদালতসূত্র জানায়, ২০১৪ সালের ২৯ ডিসেম্বর নগরের নগরীর বাকলিয়ার মিয়াখাননগর এলাকার বাদামতলী মোড়ের খান মার্কেটের সামনে থেকে ৬০ পিস ইয়াবাসহ আব্দুন নূরকে গ্রেপ্তার করে বাকলিয়া থানা পুলিশের একটি টিম। এরপর এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা চার্জশিট দাখিল করলে আব্দুন নূরের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন বিচারক।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাই হ্রদে নৌকা থেকে পড়ে ‘অন্তঃসত্ত্বা’ নারীর মৃত্যু
পরবর্তী নিবন্ধচুয়েট ‘গ্লোবাল স্পেস চ্যালেঞ্জ’ বিজয়ী টিম এসরোকে সংবর্ধনা