বাকলিয়ায় অনুমোদনহীন ৪ কারখানা থেকে পলিথিন জব্দ, ৫ লাখ টাকা জরিমানা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৬ আগস্ট, ২০২৫ at ৫:১৪ পূর্বাহ্ণ

নগরের বাকলিয়া রাজাখালী এলাকায় চারটি অনুমোদনবিহীন কারখানায় অভিযান চালিয়ে উৎপাদন নিষিদ্ধ বিপুল পরিমাণ পলিথিন জব্দ করা হয়েছে। এ সময় ৪টি প্রতিষ্ঠান মালিককে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার সকাল থেকে জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর ও র‌্যাব৭ এর এই যৌথ অভিযান শুরু হয়ে চলে দুপুর পর্যন্ত। এসময় একটি কারখানাকে সীলগালা করা হয়। র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্‌ফর হোসেন বলেন, পরিবেশের জন্য ক্ষতিকর অনুমোদনবিহীন পলিথিন উৎপাদন বন্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কনা, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক শফিকুল ইসলাম এবং র‌্যাব৭ এর একটি অভিযান দল।

অভিযান সূত্রে জানা গেছে, বাকলিয়ার রাজাখালী এলাকায় চারটি কারখানায় অনুমোদনবিহীনভাবে পলিথিন তৈরি হচ্ছে। সেখানে থেকে বিপুল পরিমাণ পলিথিন জব্দ করা হয়েছে। প্রিন্টেড পলিথিন উৎপাদনের অনুমতি থাকলেও এই কারখানায় ক্লিয়ার পলিথিন উৎপাদন করা হচ্ছিল, যা আইনত নিষিদ্ধ। পরিবেশ অধিদপ্তর নিশ্চিত করেছেএসব কারখানার অনুমোদন নেই। পরিবেশের জন্য ক্ষতিকর অনুমোদনবিহীন পলিথিন উৎপাদন বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে নতুন অতিরিক্ত বিভাগীয় কমিশনার নুসরাত সুলতানা
পরবর্তী নিবন্ধস্টেশন রোডের সৈকত বারে আগুন