সাতকানিয়ার মৌলভীর দোকান এলাকায় অভিযান চালিয়ে বাকলিয়ার মহিউদ্দিন হত্যা মামলার প্রধান আসামি মো. আসিবুল হক প্রকাশ আসিফকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার বিকেল ৩ টার দিকে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার মো. আসিবুল হক প্রকাশ আসিফ বাকলিয়ার চুনতি বাদশার বাড়ির দো’তলা বড় মসজিদ গলির আবদুল সোবহান মোড় এলাকার মো. ইসমাইলের ছেলে। বর্তমানে সে বাকলিয়ার তক্তারপুলের মিলিটারির বাড়িতে ভাড়া থাকতো।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন দৈনিক আজাদীকে বলেন, বাকলিয়া থানার পরিচালিত বিশেষ অভিযানে সাতকানিয়া থেকে মহিউদ্দিন হত্যা মামলার প্রধান আসামি মো. আসিবুল হক প্রকাশ আসিফকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে সে ভিকটিম মহিউদ্দিনকে গুলি করে হত্যা করার কথা স্বীকার করে এবং বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেছে।
উল্লেখ্য, গত ২ জুলাই বিকাল ৫টার দিকে বাকলিয়া থানার পাঁচ নং ব্রিজ সংলগ্ন গাফফারের কলোনি থেকে মহিউদ্দিনকে মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে বাকলিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।