সিজেকেএস সিডিএফএ আয়োজিত অনুপ বিশ্বাস প্রথম বিভাগ ফুটবল লিগে কর্ণফুলী ক্লাব প্রথম জয় পেয়েছে। গতকাল শনিবার এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের একমাত্র খেলায় কর্ণফুলী ক্লাব ১-০ গোলে বাকলিয়া একাদশকে পরাজিত করে। কর্ণফুলী তাদের প্রথম দুটি খেলায় রাইজিং স্টার ক্লাব এবং আগ্রাবাদ নওজোয়ান ক্লাবের সাথে ড্র করেছিল। এ জয়ে তিন খেলা শেষে তারা ৫ পয়েন্ট অর্জন করেছে। অন্যদিকে বাকলিয়া একাদশ নিজেদের প্রথম খেলা ফিরিঙ্গীবাজার লাকী স্টার ক্লাবের বিপক্ষে জয় দিয়ে শুরু করলেও এরপর টানা দুটি খেলাতে হেরে যায়। গতকালের আগে তারা বাংলাদেশ রেলওয়ে রেঞ্জার্সের কাছেও হার মেনে ছিল। ৩ খেলা শেষে তাদের পয়েন্ট ৩। গতকাল খেলার শুরু থেকে বাকলিয়া একাদশ প্রতিপক্ষের উপর চাপ সৃষ্টি করে খেলতে থাকে। তবে কাঙ্ক্ষিত গোলের দেখা পেতে ব্যর্থ হয় তারা। উল্টো দ্বিতীয়ার্ধে চাপে পড়ে যায় তাদের রক্ষণভাগ। খেলোয়াড়দের চরম গাফিলতিতে গোলও হজম করে বসে তারা। খেলার প্রথমার্ধ গোলশূন্য ড্র থাকে। দ্বিতীয়ার্ধে ৬০ মিনিটের সময় ডি বঙ থেকে কর্ণফুলীর অধিনায়ক মহিবুল্লাহ পাস বাড়ান। সে পাস থেকে বল পেয়ে প্লেসিং করেন গোলে দিদারুল ইসলাম সৈনিক। তাতেই এগিয়ে যায় কর্ণফুলী (১-০)। এরপর গোল পরিশোধের লক্ষ্যে বাকলিয়া আক্রমনের ধার বাড়ালেও কাজের কাজ কিছুই হয়নি। যোগ্য গোলদাতার অভাবে খেলায় ফিরে আসতে পারেনি তারা। তবে এই অর্ধে আরো তিনটি গোলের সুযোগ নষ্ট করে কর্ণফুলী। তাদের অধিনায়ক মহিবুল্লাহ এসব হাতছাড়া করেন। সুযোগগুলো ব্যর্থ না হলে কর্ণফুলী গোলের ব্যবধান আরো বাড়িয়ে নিতে পারতো। গতকালের খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন কর্ণফুলী ক্লাবের দিদারুল ইসলাম সৈনিক। তার হাতে ম্যান অব দ্যা ম্যাচের ক্রেস্ট তুলে দেন সিজেকেএস কাউন্সিলর তানভীর আহমেদ চৌধুরী। প্রথম বিভাগ ফুটবল লিগে আজ দুটি খেলা অনুষ্ঠিত হবে। বিকাল ৩টায় প্রথম খেলায় অংশ নেবে শতদল ক্লাব এবং বাংলাদেশ রেলওয়ে রেঞ্জার্স। বিকাল ৫টায় দ্বিতীয় খেলায় অংশ নেবে আগ্রাবাদ নওজোয়ান ক্লাব এবং পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থা। দুটো খেলাই এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।