সিজেকেএস তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের প্রথম পর্বে ‘সি’ এবং ‘ডি’ গ্রুপের দুটি খেলা গতকাল রোববার অনুষ্ঠিত হয়েছে। এই দুই খেলায় প্রথম জয়ের মুখ দেখে বাকলিয়া একাদশ এবং কাস্টমস স্পোর্টস ক্লাব। সাগরিকার মহিলা কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত খেলায় বাকলিয়া একাদশ ২৪ রানে কাস্টমস এক্সাইজ এন্ড ভ্যাট ক্লাবকে পরাজিত করে। টসে জিতে বাকলিয়া প্রথমে ব্যাট করতে নামে। নির্ধারিত ৪০ ওভার খেলে বাকলিয়া একাদশ আনোয়ার হোসেনের অপরাজিত সেঞ্চুরির (১২৬) বদৌলতে ২২৯ রান সংগ্রহ করে। ১০৮ বল খেলে ১০টি চার এবং ৭টি ছক্কার সাহায্যে আনোয়ার ঐ রান করেন। এছাড়া ইরফানুল ইসলাম ৩২ এবং তৌফিক ২০ রান করেন। অতিরিক্ত রান হয় ২৭।
কাস্টমস এক্সাইজ এন্ড ভ্যাট ক্লাবের রাহুল ইসলাম, আশিক আলম,রবিউল হাসান এবং মিশকাতুল ফেরদৌস ইলহাম প্রত্যেকে ১টি করে উইকেট তুলে নেন। জবাবে কাস্টমস এক্সাইজ এন্ড ভ্যাট ক্লাব ৩৮ ওভার খেলে অলআউট হয়ে যায়। তারা ২০৫ রান তুলে থেমে যায়। দলের পক্ষে সর্বোচ্চ রান আসে আশিক আলমের ব্যাট থেকে। আশিক ৭৮ রান করেন। এছাড়া মো. রায়হান ৫৪,এমরান উদ্দিন ১৫,আবির হোসেন ১৩ এবং মিশকাতুল ফেরদৌস ইলহাম ১২ রান করেন। অতিরিক্ত রান হয় ২০। বাকলিয়া একাদশের পক্ষে রিমন ৪টি এবং জাকির হোসেন ২টি উইকেট নেন। ১টি করে উইকেট পান মুসলিম উদ্দিন এবং হামিদুল হক। দুই খেলা শেষে বাকলিয়া একাদশের এটি প্রথম জয়। অন্যদিকে কাস্টমস এক্সাইজ এন্ড ভ্যাট ক্লাব নিজেদের প্রথম খেলাতেও পরাজিত হয়েছিল।
এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত অপর খেলায় কাস্টমস স্পোর্টস ক্লাব ৭ উইকেটে আগ্রাবাদ কমরেড ক্লাবকে পরাজিত করে। টসে জিতে কমরেড প্রথমে ব্যাট করতে নামে। ২৫ ওভার ৫ বল খেলেমাত্র ৭২ রানে অল আউট হয়ে যায় তারা। কমরেডের সাকিব আলম কেবলমাত্র দ্বি-অংকে পৌঁছান। তিনি সর্বোচ্চ ১৯ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ রান আসে অতিরিক্ত ১৭ থেকে। কাস্টমসের আবদুল্লাহ নাফিম ৩টি এবং ইমামুল ইসলাম ইমন ২টি উইকেট লাভ করেন। ১টি করে উইকেট পান ইয়াসিন আল আরাফাত, আবদুর রহমান চৌধুরী,শামিম আলম এবং মো. ইমরান উদ্দিন।
জবাব দিতে নেমে কাস্টমস স্পোর্টস ক্লাব ২৩ ওভার ২ বল খেলে ৩ উইকেট হারিয়ে ৭৬ রানে পৌঁছে যায়। দুই ওপেনার অল্প রানে বিদায় হলেও পরবর্তীতে আবদুল্লাহ আল নোমানের ২৭,শাহরিয়ার হোসেনের অপরাজিত ১৩ এবং ইমতিয়াজ সুলতান জনির অপরাজিত ১০ রানের উপর ভর করে তারা জয় করায়ত্ত করে নেয়। অতিরিক্ত রান হয় ১৭।
আগ্রাবাদ কমরেড ক্লাবের মো. খাইরুল ইসলাম, আবুল কালাম আজাদ এবং ইস্কান্দার রাশিদ প্রত্যেকে ১টি করে উইকেট নেন। আগ্রাবাদ কমরেড ক্লাব এনিয়ে পরপর দুটি খেলাতেই হেরে গেল। অন্যদিকে কাস্টমস স্পোর্টস ক্লাব দুই খেলা শেষে প্রথম জয়ের মুখ দেখলো। তৃতীয় বিভাগ লিগে আজও দুটি খেলা অনুষ্ঠিত হবে।
এম এ আজিজ স্টেডিয়ামে খেলবে মোহামেডান ব্লুজ-সাউথ এন্ড ক্লাব। মহিলা কমপ্লেক্স মাঠে খেলবে সেবানিকেতন-নোয়াপাড়া লায়ন্স ক্লাব।