চকবাজার সৈয়দশাহ রোডস্থ বাকলিয়া রিডার্স স্কুলের মহান বিজয় দিবস উদযাপন ও উন্মুক্ত চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপলক্ষে গত রবিবার স্কুলের নতুন ক্যাম্পাসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্কুলের চেয়ারম্যান মুহাম্মদ আব্দুর রহমান রাশেদের সভাপতিত্বে সভায় অতিথি ছিলেন বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ফরমানুল কবির, সেন্ট স্কলার্সটিকা গার্লস স্কুল এন্ড কলেজের শিক্ষক মো. রকিব উদ্দিন, বাঁশখালী উত্তর নাপোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. শফিউল্লাহ আজমী ও সাংবাদিক সৈয়দ মো. ফোরকান আবু।
শিক্ষিকা জারিন তাসনিম রাফিকার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রিডার্স স্কুলের শিক্ষক নীলা বড়ুয়া ও কাকন বড়ুয়া। কোরআন তেলওয়াত করেন রিডার্স শিক্ষক মাওলানা মোঃ আনোয়ার মোরশেদ।
সভাশেষে অতিথিবৃন্দ বিভিন্ন বিভাগে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।