বেগম খালাদা জিয়ার মুক্তি ও মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনের বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মামলার প্রতিবাদে বাকলিয়া থানা যুবদলের উদ্যোগে গতকাল শুক্রবার বিকেলে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। থানা যুবদল নেতা মোহাম্মদ মুছার নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি ১৮ নম্বর পূর্ব বাকলিয়া আব্দুল লতিফ হাট থেকে শুরু করে চেয়ারম্যান ঘাটা, ওইজারপাড়া, বড় কবরস্থান হয়ে রাহাত্তরপুলে গিয়ে শেষ হয়। বাকলিয়া থানা যুবদল নেতা মোহাম্মদ মুছার সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ ও মিছিলে উপস্থিত ছিলেন বাকলিয়া থানা যুবদল নেতা মো. জাহাঙ্গীর আলম, কুতুব উদ্দিন রাজু, মহিউদ্দিন রনি, মোহাম্মদ ফারুক, মো. টিপু, আলাউদ্দিন, মো. সাজ্জাদ, মো. ইউনুস, মো. গনি, মো. ইলিয়াস, মাহবুব সিদ্দিক, আলম, আব্দুস সালাম, মাহবুব, এরশাদ, ইকবাল, জাবেদ, নুর ইসলাম, জসিম, জাবেদ, বাবুল, ছাত্রদল নেতা মোহাম্মদ ইউছুফ, আনোয়ার, আপন, আবিদ, সাজ্জাদ প্রমুখ।
এতে নেতৃবৃন্দ বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী হয়েও তিনি সরকারের প্রতিহিংসার কারণে বিদেশে সুচিকিৎসা নিতে পারছে না। সরকার গণমানুষের নেতা ডা. শাহাদাত হোসেন বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। তারা শাহাদাত হোসেনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি।