বাকলিয়া কামাল ইশকে মোস্তফা (স:) মাদরাসায় গাছের চারা রোপণ কর্মসূচি

| বুধবার , ২১ জুন, ২০২৩ at ৫:৩৫ পূর্বাহ্ণ

গাছ লাগান গাছ পরিচর্যা করুন, নিজে বাঁচুন অন্যকে বাঁচতে সহযোগিতা করুন,- এই প্রতিপাদ্যে এক কোটি গাছের চারা রোপণ ও বিতরণ কর্মসূচির অংশ হিসেবে বাকলিয়া কামাল ইশকে মোস্তফা (🙂 আলিম মাদরাসায় রেজাউল করিম সিকদার ফাউন্ডেশনের উদ্যোগে মাদরাসার মাঠের চারপাশে শতাধিক গাছের চারা রোপণ করা হয়েছে। গতকাল সকাল ১১ টায় মোহাম্মদ অভির সঞ্চালনায় মাদরাসার অধ্যক্ষ মাওলানা তোহা মোহাম্মদ মুদাচ্ছিরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের নির্বাহী পরিচালক লায়ন মো. জাহেদুল করিম বাপ্পী সিকদার, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়্যারম্যান মুফিজুর রহমান।

কৃষিবিদ কাজী গোলাম মোস্তফা, জাফর সাদেক নয়ন, প্রচার সম্পাদক জিয়াউল হক, মো. জুমাইদুলসহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক/ শিক্ষিকাবৃন্দ। এসময় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশী বেশী গাছ রোপন ও পরিচর্যা করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপার্বত্য উন্নয়ন বোর্ডের গুড় উৎপাদনের গুরুত্ব ও সম্ভাবনা শীর্ষক সেমিনার
পরবর্তী নিবন্ধআদালতের পশ্চিম দিকে চলাচলের সিড়ি পুনরায় চালুর দাবি