নগরীর বাকলিয়া কল্পলোক আবাসিকে প্রথম পর্যায়ে ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহব্যপী মশক নিধন পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। বাকলিয়া কল্পলোক আবাসিক সমাজ কল্যাণ সমিতির প্রথম পর্যায়ের আয়োজনে চট্টগ্রাম সিটি করপোরেশনের সহযোগিতায় গতকাল শুক্রবার জুমার নামাজের পর জেলা মডেল মসজিদের সামনে কর্মসূচির উদ্বোধন করেন বনফুল গ্রুপের পরিচালক এম এ শুক্কুর।
নামাজের পর আবাসিকের প্রথম পর্যায়ের বিভিন্ন অলিগলিতে পরিচ্ছন্নতা অভিযান ও মশার ওষুধ ছিটানো হয়। সমিতির সদস্য আবদুল্লাহ আল হারুনুর রশিদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাকলিয়া থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. মুসা। এ সময় কল্পলোক আবাসিকের সদস্যরা উপস্থিত ছিলেন। গতকাল ১৫ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত সপ্তাহেব্যাপী চলবে এ কার্যক্রম। বনফুল গ্রুপের পরিচালক এম এ শুক্কুর জানান, আবাসিকের উন্নয়নে সব ধরনের সহযোগিতা করা হবে। রাস্তঘাট মেরামত করা হবে। বাকলিয়া থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. মুসা বলেন, আবাসিকের উন্নয়নে দল ও সিটি কর্পোরেশনের পক্ষ থেক যা যা করা প্রয়োজন তা করার চেষ্টা করবো। প্রেস বিজ্ঞপ্তি।