চট্টগ্রাম নগরের বাকলিয়া থানায় সাকিবকে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামি মো. করিমকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব–৭। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার পরে বাকলিয়া থানার এক্সেস রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তথ্যটি নিশ্চিত করেছেন র্যাব–৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. শরীফ–উল–আলম। তিনি জানান, গ্রেপ্তার আসামি মো. করিম বাকলিয়া থানাধীন কালামিয়া বাজারের মৃত আবদুস শুক্কুরের পুত্র। ভুক্তভোগী ও আসামি একই এলাকার বাসিন্দা। গত ৫ আগস্ট করিম ২০ জনের দল নিয়ে সাকিবের ওপর হামলা চালিয়ে তাকে হত্যা করে। তিনি আরও বলেন, এ ঘটনা আমলে নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যাড অভিযান চালিয়ে ৭টা ১০ মিনিটের দিকে বাকলিয়া এক্সেস রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাকলিয়া থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে।