নগরীতে সাড়ে তিন হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (উত্তর–দক্ষিণ)। গত রবিবার রাত রাত সাড়ে ১০টার দিকে বাকলিয়া থানাধীন এক্সেস রোড লন্ডন বেকারির সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়। গতকাল সোমবার মহানগর (উত্তর– দক্ষিণ) গোয়েন্দা শাখা (ডিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
গ্রেপ্তার দুজন হলো মো. এয়াকুব আলী (৩২) ও মো. নজরুল ইসলাম (৩৩)। তারা দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবাসহ সংগ্রহ করে এনে নগরীর বিভিন্ন এলাকায় বিক্রি করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের উদ্ধারকৃত মাদকসহ বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়।