নগরীর বাকলিয়ার একটি কলোনিতে অভিযান চালিয়ে ৬ জুয়াড়িকে আটক করেছে থানা পুলিশ।
তারা হলো- এসকান্দর মিয়া (৩৫), মোঃ জাহেদ (৫০), মোঃ মনির হোসেন প্রঃ মাইন উদ্দিন (৫৫), শরিফুল হক (৬০), মোঃ আলাউদ্দিন (৩৫) ও মোঃ জাহাঙ্গীর (৬৫)।
রোববার (১৯ নভেম্বর) দুপুরে বাকলিয়া থানাধীন রাজাখালী একটি কলোনী থেকে তাদের আটক করা হয়। অভিযানে ৪ (চার) বান্ডেল জুয়া খেলার তাস ও নগদ ৩০৪০/-(তিন হাজার চল্লিশ) টাকা জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, রাঙ্গুনিয়া থানাধীন তালুকদার বাড়ীর ধামারহাট এলাকার শাহ আলমের ছেলে এসকান্দর মিয়া, চন্দনাইশ থানাধীন কাঞ্চন নগর এলাকার আহম্মদ কবিরের ছেলে মোঃ জাহেদ, বাঁশখালী থানাধীন প্রেম আশিয়া ৩নং ওয়ার্ড এলাকার মৃত আবদুল খালেকের ছেলে মোঃ মনির হোসেন প্রঃ মাইন উদ্দিন, নগরীর বাকলিয়া থানাধীন রাজাখালী মোড কাজলের বাড়ীর সিরাজুল হকের ছেলে শরিফুল হক, কুমিল্লা জেলার দেবীদ্বার থানাধীন দক্ষিণ খায়ের এলাকা মোঃ মানিক মাঝির ছেলে মোঃ আলাউদ্দিন ও বাঁশখালী থানাধীন সরল জলদী এলাকার আফজাল মিয়ার ছেলে মোঃ জাহাঙ্গীর।
এ বিষয়ে বাকলিয়া থানার ওসি আফতাব হোসেন দৈনিক আজাদীকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জুয়ার আসর থেকে তাদের আটক করতে সক্ষম হয়। সিএমপি অধ্যাদেশ ৯৪ মোতাবেক আসামিদের জেল হাজতে সোপর্দ করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, নগরীর বাকলিয়া থানাধীন রাজাখালীস্থ মালেক সল্ট ফ্যাক্টরির দক্ষিণ পাশে বক্কর চৌধুরী কলোনির ১নং রুমের ভিতরে নগদ টাকার মাধ্যমে জুয়া খেলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বাকলিয়া থানার অভিযানে ৬ জনকে আটক করা হয় এবং জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়। পরে আটকৃতদের জেলা পাঠানো হয়।