বাকবিশিসের মানববন্ধন

| রবিবার , ৮ সেপ্টেম্বর, ২০২৪ at ৮:১৪ পূর্বাহ্ণ

সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নির্যাতন, আইন বহির্ভূতভাবে অপসারণ ও শিক্ষাপ্রতিষ্ঠানে নৈরাজ্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ কলেজবিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস)। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সংগঠনটির চট্টগ্রাম বিভাগীয়, জেলা ও মহানগর কমিটির আয়োজনে গতকাল শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়। উপাধ্যক্ষ বশির উদ্দিন কনকের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন অধ্যাপক তড়িৎ কুমার ভট্টাচার্য।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, প্রফেসর রঞ্জিত দে, অধ্যক্ষ আবুল মনসুর মোহাম্মদ, অধ্যাপক উত্তম চৌধুরী, অধ্যাপক আনোয়ারুল ইসলম, অধ্যাপক শ্রীমান ঘোষ, অধ্যক্ষ শিমুল বড়ুয়া, অধ্যাপক শরিফ মোরশেদ, অধ্যাপক মোহাম্মদ শহিদুল্লাহ, উপাধ্যক্ষ দেবপ্রিয় বড়ুয়া অয়ন, অধ্যক্ষ জনার্ধন বনিক, অধ্যাপক নজরুল ইসলাম, উপাধ্যক্ষ মোহাম্মদ দেলোয়ার হোসেন।

এ সময় বক্তারা বলেন, ছাত্রজনতার অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে একটি সুযোগ সন্ধানী ও বিপথগামী মহল দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধানসহ শিক্ষকদের নির্যাতন, শারীরিকভাবে লাঞ্ছিত ও আইনবহির্ভূতভাবে অপসারণ করছে।

নারী শিক্ষকগণও নানাভাবে হেনস্তার শিকার হচ্ছেন। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে চলছে এক ধরনের নৈরাজ্য। ছাত্রজনতার রক্তক্ষয়ী বিপ্লবের মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতার অপব্যবহার করে একটি স্বার্থান্বেষী মহল ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার জন্য কোমলমতি শিক্ষার্থীদের এ অন্যায় কাজে ব্যবহার করছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধআন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম