লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের উদ্যোগে ১৩ সেপ্টেম্বর বাংলাদেশ মহিলা সমিতি শিশু সদন (বাওয়া) প্রাঙ্গণে শতাধিক শিশুর মাঝে খাদ্য বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়। লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের প্রেসিডেন্ট লায়ন রেবেকা নাসরিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা ৩১৫, বি–৪ বাংলাদেশের প্রাক্তন জেলা গভর্নর লায়ন কামরুন মালেক, ভাইস প্রেসিডেন্ট লায়ন আবিদা মোস্তফা, ভাইস প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ আইয়ুব, সেক্রেটারি বাসুদেব সিনহা, লায়ন রোকেয়া জামান, লায়ন রোশন রেজা, লিও ক্লাব অব চিটাগংয়ের প্রেসিডেন্ট লিও মিনহাজুর রহমান শিহাব, আইপিপি লিও শাহাদাত হোসেন সাইফ, ভাইস প্রেসিডেন্ট লিও মোঃ জাহেদ উদ্দীন রিপন, এসোসিয়েট সেক্রেটারি লিও অমন দাশ, বাংলাদেশ মহিলা সমিতি শিশু সদনের (বাওয়া) সদস্য আকতার জাহান চৌধুরী, রওশন আক্তার, রেহেনা খান, হেলাল উদ্দিন চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











