এই ছেলে, শোন্ বাউণ্ডুলে…
আমার মতোন অমন করে
তোকে তো কেউ চাইবে না।
তোর ভালোবাসার ভাঙা তরী
উজান তো কেউ বাইবে না।
হরেক রকম আবদার তোর
মুখ বুঝে কেউ সইবে না।
তোর ছন্নছাড়া এই জীবনে
আমি ছাড়া কেউ রইবে না।
তোর অবহেলার মরা গাঙে
আমি ছাড়া কেউ নাইবে না।
তোর ভাঙা গীটারে বেসুরো গীত
আমি ছাড়া কেউ গাইবে না।
তোর ভুলে ভরা জীবনের ভার
আমি ছাড়া কেউ বইবে না
তোর আঘাত ভুলে মনটা খুলে
প্রেমের কথা কেউ কইবে না।