বাইশারীতে প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি | শুক্রবার , ১৭ সেপ্টেম্বর, ২০২১ at ৫:৫৮ পূর্বাহ্ণ

নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মো. কামাল হোছাইনের অবসরজনিত বিদায় সংবর্ধনা উপলক্ষে এক আলোচনা সভা গতকাল বৃহস্পতিবার বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো. শফিউল্লাহ। বিশেষ অতিথি ছিলেন বান্দরবান জেলা পরিষদ সদস্য ক্যনে ওয়ান চাক, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মংলা ওয়াই মার্মা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ত্রিরতন চাকমা, বাইশারী ইউপি চেয়ারম্যান মো. আলম, জাহাঙ্গীর আলম বাহাদুর ও আব্দুল হামিদ।
প্রধান অতিথি বলেন, প্রধান শিক্ষক কামাল হোছাইন বাইশারীর বাতিঘর। তিনি পার্বত্য চট্টগ্রামের মডেল। তার আদর্শ অনুসরণ করে গেলে সকলের জীবন হবে আলোকময়। সভায় সভাপতিত্ব উপজেলা সহকারী শিক্ষা অফিসার আকতার উদ্দিন।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে বিতর্ক প্রতিযোগিতা আয়োজন নিয়ে মতবিনিময়
পরবর্তী নিবন্ধস্মৃতিধাম আন্তর্জাতিক ভাবনা কেন্দ্রে অনুষ্ঠান ২০ সেপ্টেম্বর