বাইরের ভোটার রাজধানীতে আনছে একটি দল : ফখরুল

স্থানান্তরিত ভোটারদের তথ্য চাইল বিএনপি । সিইসির সঙ্গে বৈঠকে পোস্টাল ব্যালট নিয়ে আপত্তি । কিছু নির্বাচনি কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ

| সোমবার , ১৯ জানুয়ারি, ২০২৬ at ৬:৩০ পূর্বাহ্ণ

একটি রাজনৈতিক দল তাদের প্রার্থীকে জেতাতে বাইরের ভোটারদের রাজধানী ঢাকায় স্থানান্তরের মতো কূটকৌশল নিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। এমন প্রেক্ষাপটে রাজধানীতে স্থানান্তরিত ভোটারের সব তথ্য শিগগির সরবরাহ করতে নির্বাচন কমিশনকে অনুরোধ করেছে দলটি। একইসঙ্গে রাজনৈতিক দলটির তরফে ভোটারদের বাড়িতে গিয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও বিকাশ নম্বর সংগ্রহের অভিযোগও করেছে দলটি।

গতকাল রোববার বিকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বিএনপির তরফে এমন সব অভিযোগ তুলে ধরা হয়। বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব বিষয় সাংবাদিকদের কাছে তুলে ধরেন। তবে ওই দলের নাম বলেননি তিনি। খবর বিডিনিউজের।

বৈঠকে সিইসির কাছে পোস্টাল ব্যালটের বিষয়েও আপত্তি জানিয়ে তা বদলের দাবি জানানোর কথা বলেছেন তিনি। বৈঠকের পর ব্রিফিংয়ে মির্জা ফখরুল বলেন, পোস্টাল ব্যালটের ক্ষেত্রে আমাদের অভিযোগ তাদের কাছে দিয়ে এসেছি। আমরা মনে করি এই ব্যালট পেপারটি সঠিক নয়, এখানে পক্ষপাতিত্ব করা হয়েছে। কোনো একটি দলকে বিশেষভাবে সুবিধা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এছাড়া নির্বাচনে দায়িত্বরতদের জন্য বরাদ্দ করা পোস্টাল ব্যালট প্রতীক বরাদ্দের পরে বিতরণের আহ্বান জানিয়েছে দলটি।

বিএনপি মহাসচিব বলেন, সঠিকভাবে একটা পোস্টাল ব্যালট (যাতে তৈরি করা হয়) আমরা যেভাবে ভোট দেই, সেইভাবে যেন পোস্টাল ব্যালটের ব্যবস্থা করা হয়। একটি রাজনৈতিক দলের বিরুদ্ধে অভিযোগ তুলে বিএনপির তরফে ইসিকে বলা হয়েছে, ওই দলের নির্বাচনি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের এনআইডির কপি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে।

সাংবাদিকদের সামনে সেই দলের নাম প্রকাশ না করে মির্জা ফখরুল বলেন, এ ধরনের কাজ ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গ এবং ফৌজদারি অপরাধ। এ বিষয়ে আমরা ইতিপূর্বে আচরণবিধি ভঙ্গের আপত্তি জানিয়েছি। এই বিষয়ে জরুরি পদক্ষেপ গ্রহণ করা বলে আমরা মনে করেছি এবং সে আহ্বান জানিয়েছি।

নির্বাচন সুষ্ঠ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য করতে বিএনপি সবার জন্য সমান সুযোগে বিশ্বাসী মন্তব্য করে তিনি বলেন, এজন্য আমাদের দলের চেয়ারম্যান ব্যক্তিগত সফরও বাতিল করেছেন। অথচ বিভিন্ন রাজনৈতিক দলের দলীয় প্রধানসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তি প্রতিনিয়ত আচরণবিধি ভঙ্গ করে দলীয় প্রচারণা চালাচ্ছে। এ বিষয়ে আমরা জরুরি ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছি।

আবারও নাম না নিয়ে ‘একটি রাজনৈতিক দলের’ দিকে অভিযোগ তুলে বিএনপি মহাসচিব বলেন, ঢাকা মহানগরীর বিভিন্ন নির্বাচনি এলাকায় একটি রাজনৈতিক দল তাদের মনোনীত ও সমর্থিত প্রার্থীদের বিজয়ী করার অনৈতিক কূটকৌশল অবলম্বন করেছে। ব্যাপক হারে দেশের ভিন্ন ভিন্ন এলাকা হতে ভোটার এলাকা পরিবর্তনপূর্বক ঢাকা মহানগর এলাকার ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। মোট কত সংখ্যক ভোটার কোন কোন এলাকা থেকে ঢাকা মহানগরীর সংসদীয় নির্বাচনি এলাকার কোথায় কোন কোন তারিখে এবং কী কারণে স্থানান্তর করা হয়েছে, ঘোষিত কারণসমূহ স্থানান্তরিত ভোটারদের বিস্তারিত বিবরণ জরুরি ভিত্তিতে সরবরাহ করার জন্য আমরা অনুরোধ করেছি।

পূর্ববর্তী নিবন্ধকর্মস্থলে যোগদানে দুই শিক্ষককে বাধা
পরবর্তী নিবন্ধতারেক রহমানের চলন্ত গাড়িতে টেপ মারা খাম লাগিয়ে পালাল বাইকার