বাইরে তালা দিয়ে মা গেলেন পানের বরজে, ঘরে আগুনে পুড়ে অঙ্গার কিশোরী

মহেশখালী প্রতিনিধি | সোমবার , ১৭ মার্চ, ২০২৫ at ৪:২৫ পূর্বাহ্ণ

মহেশখালীতে তালাবদ্ধ ঘরে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে আরেফা আক্তার মুন্নি (১৪) নামে এক স্কুল ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত শনিবার সন্ধ্যায় উপজেলার শাপলাপুর ইউনিয়নের সাতঘরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আরেফা আক্তার মুন্নি ওই এলাকার অলি আহমদের পুত্র মোরশেদ আলমের মেয়ে এবং শাপলাপুর উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী।

পরিবার সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে ঘরে খাটের নিচে কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে ছিল মুন্নি। এ অবস্থায় তার মা তাকে ঘরে রেখে দরজায় তালা দিয়ে পার্শ্ববর্তী পানের বরজে কাজ করতে যান। মুন্নির ভাইবোনেরাও মায়ের সঙ্গে ছিল। সন্ধ্যার দিকে ঘরটিতে হঠাৎ আগুন লাগে। এ সময় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। এরপর দরজার তালা ভেঙে ঘরে ঢুকে আগুনে দগ্ধ কিশোরী মুন্নির মরদেহ উদ্ধার করা হয়। ততক্ষণে তার শরীর আগুনে পুড়ে অঙ্গার হয়ে যায়। মহেশখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কাইছার হামিদ বলেন, কিশোরীর মরদেহ পরিবারের আবেদনের ভিত্তিতে বিনা ময়নাতদন্তে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরোজার প্রতিটি মুহূর্ত শান্তি, কল্যাণ ও পুণ্যের হাতছানি দেয়
পরবর্তী নিবন্ধনদভীকে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি