মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের উপদেষ্টা হিসেবে এক হিজাবি মুসলিম নারী নিয়োগ পেয়েছেন। যুক্তরাষ্ট্রের বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের আন্তর্জাতিক অধিকার বিষয়ক উপদেষ্টা হিসেবে লেবানিজ বংশোদ্ভূত আমেরিকান সারাহ মেনকারাকে নিয়োগ দেওয়া হয়। খবর বাংলানিউজের। গত বৃহস্পতিবার এক বিবৃতিতে তাঁর নিয়োগের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এক টুইট বার্তায় বাইডেন প্রশাসনের উপদেষ্টা নিযুক্ত হওয়ার কথা জানিয়ে সারাহ লেখেন, আমি সবাইকে এ খবর জানিয়ে অত্যন্ত আনন্দবোধ করছি যে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হারিসের প্রশাসনে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের আন্তর্জাতিক অধিকার বিষয়ে আমি বিশেষ উপদেষ্টা হিসেবে যোগ দিয়েছি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউজের এক বিবৃতিতে জানান, তিনি প্রতিবন্ধী সারাহ মেনকারাকে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের আন্তর্জাতিক অধিকারের বিষয়ে বিশেষ উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন। এ পদক্ষেপ বিশ্বজুড়ে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মানবাধিকারের সুরক্ষায় যুক্তরাষ্ট্রের কূটনীতি ও বৈদেশিক সহায়তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট জানান।