ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক দম্পতি দুর্ঘটনার শিকার হয়েছেন। এতে ঘটনাস্থলেই স্বামী মনিরুল ইসলাম (৩০) নিহত হয়েছেন এবং তার স্ত্রী মামুনী বেগম (২৫) গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত মনিরুল ইসলাম ও আহত মামুনী বেগম গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ এলাকার বাসিন্দা। স্বামী–স্ত্রী দুইজনই চট্টগ্রামের কর্ণফুলী ইপিজেডে চাকরি করতেন। পূজার ছুটি শেষে মোটরসাইকেল যোগে গাইবান্ধা থেকে তারা চট্টগ্রামে ফিরছিলেন।
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেলে উপজেলার সোনাপাহাড় এলাকায় চট্টগ্রামমুখী লেনে দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে যায়। এ সময় দ্রুতগতির একটি পিকআপ তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী নিহত হন এবং সঙ্গে থাকা নারী গুরুতর আহত হন।
জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ–পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং তার আহত স্ত্রীকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠান হয়েছে। তিনি আরও বলেন, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা আসলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।