বাংলার খোকা

চম্পা চক্রবর্তী | শনিবার , ৫ আগস্ট, ২০২৩ at ১০:৩৫ পূর্বাহ্ণ

খোকার জন্ম টুঙ্গিপাড়া

তাকে নিয়ে মাতোয়ারা

এক পা দো পা পেরিয়ে

শৈশবে দিল পা।

কৈশোরে দুরন্ত

যৌবনে শান্ত

ধরেছিলে হাল,

বাংলার দামাল

দেখালে ক্ষমতা

যুগে যুগে দিয়ে যাব

মুজিব তোমার বারতা।

১৫ আগস্ট ঘুমিয়ে বাংলা

হঠাৎ বেঈমানের হামলা।

হানাদারদের একটি থাবা

কেড়ে নিল প্রাণ

সবার সাথে কেড়ে নিল

শিশু রাসেলের নাম।

মা বাবার বুকের ধন

গভীর রাতে হলো নিধন

বঙ্গবন্ধু তুমি জাতির পিতা

তোমার তরে নত করি মাথা।

পূর্ববর্তী নিবন্ধসিন্ডিকেট, দুর্নীতি এবং আমাদের মানবতা
পরবর্তী নিবন্ধজাতিরাষ্ট্র গঠনে সাংস্কৃতিক অঙ্গনের ভূমিকা