নগরীতে বজ্রপাতে বুলবুল (২৩) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরে নগরীর বায়েজিদ বোস্তামী থানার বাংলাবাজারে এ ঘটনা ঘটে। নিহত বুলবুল বাংলাবাজার জামতলা মুক্তিযোদ্ধা কলোনীর বাসিন্দা মো. নজরুল ইসলামের ছেলে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, বাংলাবাজার ২ নং গলিতে নির্মাণাধীন একটি ভবনের সপ্তম তলায় কাজ করার সময় বজ্রপাতে গুরুতর আহত হন বুলবুল। সহকর্মীরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।