বাংলাদেশের সাথে কানাডার বাণিজ্য সম্পর্ক আরো বৃদ্ধি পাবে

চট্টগ্রাম প্রেস ক্লাবে কানাডা বাংলাদেশ চেম্বার নেতৃবৃন্দ

| বৃহস্পতিবার , ২০ জুলাই, ২০২৩ at ১০:২৪ পূর্বাহ্ণ

কানাডা বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (সিবিসিসিআই) এর এক্সিকিউটিভ ভাইসপ্রেসিডেন্ট আরিফ রহমান বলেছেন, কানাডায় অবস্থানরত বাংলাদেশীরা ছোটো ছোটো ব্যবসার পাশাপাশি বর্তমানে অনেকে শিল্প প্রতিষ্ঠানও স্থাপন করে ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা করায় সেখানে বাংলাদেশের অনেকেই কাজ করার সুযোগ সৃষ্টি হয়েছে। কানাডার বিভিন্ন এলাকায় ছড়িয়েছিটিয়ে থাকা ব্যবসায়ীদের পাশাপাশি আমাদের দেশের অন্যান্য ব্যবসায়ীদেরও আরো ব্যবসায় সম্পৃক্ত করা গেলে বাংলাদেশের রেমিট্যান্স আরো বৃদ্ধি পাবে।

গতকাল বুধবার চট্টগ্রাম প্রেস ক্লাব আয়োজিত কানাডা বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রতিনিধি দলের সাথে সাংবাদিকদের মতবিনিময়কালে তিনি একথা বলেন।

চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি সালাহ্‌উদ্দিন মো. রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক। প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদুল আলম শামীমের সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি চৌধুরী ফরিদ, সিবিসিসিআই এর কান্ট্রি ডিরেক্টর চেয়ার ফারজানা আলী, সিবিসিসিআই এর মিডিয়া অ্যাডভাইজার আফতাব বিন তমিজ এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ার। এসময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সহসভাপতি মনজুর কাদের মনজু, অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, গ্রন্থাগার সম্পাদক আহমেদ কুতুব, ক্রীড়া সম্পাদক এম সরওয়ারুল আলম সোহেল, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক আল রাহমান, কার্যকরী সদস্য জসীম চৌধুরী সবুজ, মো. আইয়ুব আলী এবং মঞ্জুরুল আলম মঞ্জু প্রমুখ ।

পূর্ববর্তী নিবন্ধস্বকাল শিশুসাহিত্য পুরস্কার পাচ্ছেন তিন শিশুসাহিত্যিক
পরবর্তী নিবন্ধদেশ ও উন্নয়নের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখে দিতে হবে