বাংলাদেশের শ্রীলঙ্কা সফরের সূচি ঘোষণা

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ৬ মে, ২০২৫ at ৭:৫৩ পূর্বাহ্ণ

আরব আমিরাত এবং পাকিস্তান দুই দেশের সঙ্গে টানা খেলার পর বাংলাদেশ ক্রিকেট দল যাবে শ্রীলঙ্কা সফরে। এই সফরে দুটি টেস্ট ছাড়াও তিনটি করে ওয়ানডে ও টিটোয়েন্টি খেলবে বাংলাদেশ। বিসিবি এক বিবৃতির মাধ্যমে দুই দলের মধ্যকার সিরিজের সূচি প্রকাশ করেছে। সফর সূচি অনুযায়ী ১৭ জুন গলে শুরু হবে বাংলাদেশশ্রীলঙ্কা সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে (এসএসসি) ২৫ জুন। টেস্ট সিরিজ শেষ করে মাঠে গড়াবে ওয়ানডে সিরিজ। কলম্বোর প্রেমাদাসায় ২ ও ৫ জুলাই হবে সিরিজের প্রথম দুই ওয়ানডে। পাল্লেকেলেতে সিরিজের শেষ ওয়ানডে মাঠে গড়াবে ৮ জুলাই। একই মাঠে ১০ জুলাই শুরু হবে বাংলাদেশশ্রীলঙ্কা তিন ম্যাচের টিটোয়েন্টি সিরিজ। ১৩ ও ১৬ জুলাই ডাম্বুলা ও প্রেমাদাসায় হবে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টিটোয়েন্টি।

পূর্ববর্তী নিবন্ধআমেরিকান রাষ্ট্রদূতের সঙ্গে প্রিমিয়ার ভার্সিটি কর্তৃপক্ষের সৌজন্য সাক্ষাৎ
পরবর্তী নিবন্ধতিন ম্যাচ জয়ের পর হার দেখলো বাংলাদেশের যুবারা