বাংলাদেশের শেষ তিন নির্বাচন থেকে বিশ্ব নেতিবাচক বার্তা পেয়েছে

আলোচনা সভায় চবি উপাচার্য

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৮ অক্টোবর, ২০২৪ at ৯:০৩ পূর্বাহ্ণ

বাংলাদেশের সর্বশেষ তিনটি (২০১৪, ২০১৮ ও ২০২৪) জাতীয় নির্বাচন বিশ্বের কাছে দেশকে নেতিবাচকভাবে পরিচিতি দিয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য প্রফেসর ড. ইয়াহ্‌ইয়া আখতার। তিনি বলেন, ১৯৭৩ সাল থেকে নির্বাচন প্রক্রিয়া নিয়ে আওয়ামী লীগকে প্রশ্নবিদ্ধ করা যেত না। সেই থেকে নির্বাচন নিয়ে আমাদের দেশে যে দুর্নীতি, চুরি ও নানা ধরনের ফন্দিফিকির শুরু হয়েছে তা পরবর্তী সামরিক বেসামরিক সকল আমলে নানা কৌশলে চর্চিত হয়েছে। আমার মতে ৫ম, ৭ম ও ৮ম ছাড়া আর কোনো নির্বাচনে নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করেনি। অদৃশ্য কারচুপি, রাতে ভোট হয়ে যাওয়া, ডামি ভোটসহ বিভিন্ন ধরনের কৌশল আমাদের থেকে শিখেছে বিশ্বের ক্রিটিকরা। আশা রাখছি, আমাদের আগামীর নির্বাচনগুলোতে এসব বিষয় থেকে বেরিয়ে আসবে বাংলাদেশ। গতকাল রোববার বিকাল তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান মিলনায়তনে রাষ্ট্রচিন্তা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত ‘নির্বাচন ও সংবিধান সংস্কার’ শীর্ষক এক আলোচনা সভায় নির্বাচন প্রসঙ্গে এসব কথা বলেন চবি উপাচার্য। এ সময় সংবিধান নিয়ে আলোচনা করেন সংবিধান বিশেষজ্ঞ ও সুপ্রীম কোর্টের আইনজীবী হাসনাত কাইয়ুম। আলোচনা সভায় রাষ্ট্র সংস্কার বিষয়ে আলোচনা করেন উপউপাচার্য (প্রশাসন) রাষ্ট্রচিন্তক প্রফেসর ড. মো. কামাল উদ্দিন এবং দারুল উলুম আলিয়া মাদরাসা চন্দনপুরার শিক্ষক মুহাম্মদ মুনির উদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক খ. আলী আর রাজী এবং সহযোগী অধ্যাপক সায়মা আলম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধদ্বীন ও ত্বরিকতের খেদমতই ছিলো তাঁর জীবনের মিশন
পরবর্তী নিবন্ধনগরীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন