বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী আশাবাদ ব্যক্ত করে বলেছেন, এবার ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব জামায়াতকে অর্পণ করবে। গতকাল বুধবার নগরীর পাঁচলাইশের মেয়র গলি, কসমোপলিটন ও আদর্শ পাড়া এলাকায় গণসংযোগ শেষে এক দাওয়াতী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় ওয়ার্ড সভাপতি নুরুন্নবী। বিশেষ অতিথি ছিলেন পাঁচলাইশ থানা আমীর ইঞ্জিনিয়ার মাহাবুবুল হাসান রুমী। দাওয়াতী গণসংযোগ ও মহল্লা নেতৃবৃন্দের মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড সেক্রেটারি শহীদুল্লাহ তালুকদার, নুরুল ইসলাম, সমাজসেবক হারুন সরদার, জামায়াত নেতা মাস্টার জাহাঙ্গীর, মুহাম্মদ ফরহাদ, মোহাম্মদ আলী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।