বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের সিরিজ জয়ে চোখ পাকিস্তান অধিনায়ক শান মাসুদের। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে টিকে থাকার জন্য জয়ের বিকল্প নেই বলে মনে করেন তিনি। মাসুদ জানান, টেস্ট চ্যাম্পিয়নশিপের দৌঁড়ে টিকে থাকতে আমাদের লক্ষ্য সিরিজ জয়। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়শিপে ২০২৩–২৫–এর চক্রে বর্তমানে পঞ্চম স্থানে রয়েছে পাকিস্তান। ৫ ম্যাচে ২ জয় ও ৩ হারে ৩৬ দশমিক ৬৬ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমস্থানে আছে পাকিস্তান। টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রে আরও ৯টি ম্যাচ রয়েছে পাকিস্তানের। বাকী ম্যাচগুলোতে জয়ই প্রধান লক্ষ্য মাসুদের।
তিনি জানান, দলের সাফল্যের জন্য ইতিবাচক ও আক্রমনাত্মক মানসিকতা গুরুত্বপূর্ণ। মাসুদ বলেন, ‘আমরা যদি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে টিকে থাকতে চাই, তাহলে আমাদের জিততে হবে। ব্যাটিং–বোলিং–ফিল্ডিং বিভাগেই আমাদের ভালো করতে হলে ইতিবাচক মানসিকতা দেখাতে হবে।’
তিনি আরও বলেন, ‘আমাদের লক্ষ্য, পাকিস্তানের জন্য সেরা ফলাফল অর্জন করা। টেস্ট চ্যাম্পিয়নশিপে বাকী ৯ ম্যাচের বেশিরভাগ লড়াইয়ে আমরা জিততে চাই।’