চলমান এশিয়া কাপে একমাত্র দল হিসেবে ম্যাচের আগের দিনই একাদশ ঘোষণা করছে পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের জন্য গতকালই একাদশ ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগের ম্যাচের একাদশ থেকে এক পরিবর্তন এনে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামছে পাকিস্তান। বাদ পড়েছেন মোহাম্মদ নাওয়াজ। এই স্পিন বোলিং অলরাউন্ডারের পরিবর্তে একদাশে সুযোগ পেয়েছেন ফাহিম আশরাফ। আজ ৬ সেপ্টেম্বর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। বাংলাদেশ সময় বিকাল ৩টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।
পাকিস্তান একাদশ : বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ–অধিনায়ক), ফখর জামান, ইমাম–উল–হক, সালমান আলী আগা, ইফতিখার আহমেদ, মোহাম্মদ রিজওয়ান (উইকেট রক্ষক), ফাহিম আশরাফ, নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদি ও হারিস রউফ।












