পাল্লেকেলে টেস্টে শ্রীলংকার প্রথম ইনিংসে ম্যারাথন জুটি গড়ে ৪র্থ দিনে অবিচ্ছিন্ন করুনারত্নে ও ধনাঞ্জয়া। দিন শেষে এ জুটির রান ৩২২। শেষ দিনে এই রান বাড়তে পারে আরও। তবে চতুর্থ উইকেটে বাংলাদেশের বিপক্ষে সবচেয়ে বড় জুটির রেকর্ড হয়ে গেছে এখনই। আগের রেকর্ড ছিল হাসি-গিলেস্পি জুটির। ২০০৬ সালে চট্টগ্রামে দুজনে গড়েছিলেন ৩২০ রানের জুটি। সেবার ১৮২ রানে হাসির বিদায়ে ভেঙেছিল জুটি। ইতিহাস গড়া ইনিংস খেলে নাইটওয়াচম্যান গিলেস্পি অপরাজিত ছিলেন ২০১ রানে। চতুর্থ উইকেটে বাংলাদেশের বিপক্ষে ট্রিপল সেঞ্চুরি জুটি এই দুটিই। সব উইকেট মিলিয়ে তিনশ ছোঁয়া জুটি হলো মোট আটটি। শ্রীলংকার অবশ্য যে কোনো জুটিতেই এটি বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ। আগের সর্বোচ্চ ৩১১ ছিল মাহেলা জয়াবর্ধনে ও কুমার সাঙ্গাকারার, ২০০৭ সালে। বাংলাদেশের বিপক্ষে সব মিলিয়ে সর্বোচ্চ জুটির রেকর্ড দক্ষিণ আফ্রিকার জ্যাক রুডলফ ও বোটা ডিপেনারের। ২০০৩ সালে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে তৃতীয় উইকেটে ৪২৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছিলেন দুজন। অভিষেক টেস্টে রুডলফ খেলেছিলেন ২২২ রানের অপরাজিত ইনিংস, ডিপেনার অপরাজিত ছিলেন ১৭০ রানে।