বাংলাদেশের পোশাক শিল্পের উন্নয়নে প্রযুক্তি সহায়তা দেবে চীনের জ্যাক টেকনোলজি

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ at ৯:১৭ পূর্বাহ্ণ

চীনের জ্যাক টেকনোলজি কোম্পানির প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক রুয়ানকে বাংলাদেশে আগমন উপলক্ষে এফএম (জ্যাক) এর পক্ষ থেকে এক বর্ণাঢ্য সংবর্ধনা দেওয়া হয়। গতকাল সোমবার চট্টগ্রামের পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জ্যাক বাংলাদেশ জোনের একাউন্ট ডিরেক্টর ডিউক, মার্কেটিং ডিরেক্টর আলেক্স, গ্লোবাল জেনারেল ম্যানেজার ভিক্টর, এফএম চেয়ারম্যান এম ফজলে করিম লিটন, ব্যবস্থাপক ফজলে মেহরাব, বিজিএমইএ সাবেক প্রথম সহসভাপতি ও ওয়েল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নজরুল ইসলাম, বিজিএমইএ সাবেক প্রথম সহসভাপতি এস এম আবু তৈয়ব, বিজিএমইএ প্রথম সহসভাপতি ও ইস্টার্ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন চৌধুরী, কেডিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক বিজিএমইএ পরিচালক সেলিম রহমান, মোস্তফা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের পরিচালক তৈমুর রহমান, মার্স স্পোর্টস ওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মহসিনসহ চট্টগ্রামের বিভিন্ন পোশাক শিল্প প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকগণ। এ সময় জ্যাকের ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশে গার্মেন্টস শিল্পের উন্নয়নে যেকোন ধরনের প্রযুক্তিগত সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাইয়ে হেডম্যান ও কারবারীদের সাথে বিজিবি অধিনায়কের মতবিনিময়
পরবর্তী নিবন্ধজেসিআই চট্টগ্রাম চেইন হ্যান্ড ওভার অনুষ্ঠান