মাত্র ৭০ রানে নিউজিল্যান্ডের শেষ পাঁচ উইকেট তুলে নেওয়ার পর দিনের বাকি সময়ের পুরোটা ব্যাটিং করে মাত্র ২ উইকেট হারিয়ে বাংলাদেশ তুলেছে ১৭৫ রানস। স্বপ্নের মতো একটা দিন পার করল টাইগাররা। টেস্ট ক্রিকেটে বাংলাদেশ কতদিন পর এমন দুর্দান্ত একটা দিন পার করল সেটা মনে করার একটা বিষয়। নিউজিল্যান্ডের উইকেটগুলো সাধারণত পেসারদের সহায়তা করে। স্পিনাররা হয়তো ম্যাচের শেষদিকে একটু আধটু সুবিধা পায়। তবে বাংলাদেশের স্পিনাররা বেশ ভালই সুবিধা আদায় করেছে। দ্বিতীয় দিনে নিউজিল্যান্ডের পতন হওয়া পাঁচ উইকেটের মধ্যে চারটিই গেছেন স্পিনারদের দখলে। তিনটি নিয়েছেন মেহেদি হাসান মিরাজ আর একটি নিয়েছেন অধিনায়ক মোমিনুল হক। তবে স্পিনারদের চেয়েও বেশি জৌলুস ছড়ালেন টপ অর্ডারের দুই তরুণ মাহমুদুল হাসান জয় ও নাজমুল হাসান শান্ত। বিষয়টি মুগ্ধ করেছে প্রতিপক্ষকেও। দ্বিতীয় দিনের খেলা শেষে নিউজিল্যান্ডের পেস বোলার নিল ওয়াগনার বললেন, তরুণ ছেলেটা (জয়) অসাধারণ খেলেছে। তারা ধৈর্য ধরে খেলেছে। আমাদের খুব বেশি সুযোগ দেয়নি। উইকেটে ঝুলে ছিল। অনেক বল ছেড়েছে। এটা আমাদের প্রশ্নের মুখে ফেলে দিয়েছে এবং উইকেট নেওয়া কঠিন করে তুলেছে। এটা তাদের রান করার সুযোগ দিয়েছে। পুরো কৃতিত্ব তাদের। আমার মনে হয় যখন রান করার দরকার তখন তারা করেছে।