তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ধাপে ধাপে পাকিস্তানে পৌঁছেছে ক্রিকেটাররা। নিরাপত্তা এবং কূটনৈতিক জটিলতা কাটাতেই এমন উদ্যোগ। প্রথম বহরের পর ১০ জনের এই দলে ক্রিকেটারদের মধ্যে ছিলেন হাসান মাহমুদ, তানভীর ইসলাম, পারভেজ হোসেন ইমন ও তানজিম হাসান সাকিব। এছাড়া ছিলেন ম্যানেজার নাফিস ইকবালসহ আরও ক’জন সাপোর্ট স্টাফ। এদিকে গতকাল সোমবার সকালে দ্বিতীয় বহরও পৌঁছেছে লাহোরে। এ সময় ছিলেন তানজিদ হাসান তামিম, জাকের আলি অনিক, শামীম পাটোয়ারী এবং শেখ মেহেদী হাসান।