বাংলাদেশের জায়গায় বিশ্বকাপ খেলবে স্কটল্যান্ড

আইসিসির বিজ্ঞপ্তি

স্পোর্টস ডেস্ক | রবিবার , ২৫ জানুয়ারি, ২০২৬ at ৬:০৬ পূর্বাহ্ণ

অবশেষে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, ২০২৬ টিটোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলছে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সূচি অনুযায়ী ভারতে খেলতে অস্বীকৃতি জানানোয় তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে নেওয়ার কথা জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক এই সংস্থা। আইসিসির মতে, ভারতের মাটিতে বাংলাদেশ জাতীয় দলের জন্য কোনো বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য নিরাপত্তা হুমকি নেই। তাই বিসিবির শ্রীলঙ্কায় ম্যাচ সরানোর অনুরোধ প্রত্যাখ্যান করা হয়েছে। আইসিসির বিবৃতিতে আরো বলা হয়েছে, টুর্নামেন্ট খুব কাছে চলে আসায় বিসিবির অনুরোধ পূরণ করা বাস্তবসম্মত নয় বলে এ কঠিন সিদ্ধান্ত তারা নিতে বাধ্য হয়েছে। বিসিবির পক্ষ থেকে ভারতে বাংলাদেশের খেলোয়াড়, কর্মকর্তা ও সমর্থকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করার পর সেটি নিয়ে তিন সপ্তাহের বেশি সময় ধরে আইসিসি ‘স্বচ্ছ ও গঠনমূলক একাধিক আলোচনার মাধ্যমে বিসিবির সঙ্গে সম্পৃক্ত ছিল’ বলে উল্লেখ করা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে। অভ্যন্তরীণ ও বহিরাগত নিরাপত্তাবিশেষজ্ঞদের মাধ্যমে স্বাধীন নিরাপত্তা মূল্যায়ন করা হয়েছে উল্লেখ করে আইসিসি লিখেছে, মূল্যায়নে এই উপসংহারে পৌঁছানো হয়েছে যে ভারতে বাংলাদেশ জাতীয় দল, কর্মকর্তা কিংবা সমর্থকদের জন্য কোনো বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য নিরাপত্তা হুমকি নেই। এসব তথ্যের আলোকে এবং বৃহত্তর প্রভাব বিবেচনা করে আইসিসি সিদ্ধান্তে আসে যে প্রকাশিত ইভেন্ট সূচি সংশোধন করা উচিত হবে না।

উগ্রপন্থীদের হুমকির মুখে গত ৩ জানুয়ারি মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পরিপ্রেক্ষিতে ভারতে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ে। একজনের নিরাপত্তা নিশ্চিত করতে না পারা ভারতে বিশ্বকাপ দলের ক্রিকেটারসহ অন্যদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে বিসিবি ও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। ৪ জানুয়ারি আইসিসির কাছে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ পাঠানোর পর এ নিয়ে প্রায় তিন সপ্তাহ ধরে আলোচনা চলে। হয়েছে ভিডিও কনফারেন্স এবং সশরীর আলোচনা, এমনকি আইসিসির ভার্চুয়াল বোর্ড সভাও।

২১ জানুয়ারি অনুষ্ঠিত সে সভার পর আইসিসি জানায়, বাংলাদেশকে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ীই খেলতে হবে। বাংলাদেশ বিশ্বকাপে খেলছে না জানিয়ে গতকাল সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি লিখেছে, ‘বুধবার অনুষ্ঠিত এক বৈঠকের পর বিসিবিকে ভারতে গিয়ে খেলবে কি না, নিশ্চিত করতে ২৪ ঘণ্টার সময়সীমা দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে কোনো নিশ্চিতকরণ তথ্য না পাওয়ায় আইসিসি নিজেদের প্রতিষ্ঠিত প্রশাসনিক ও বাছাইপ্রক্রিয়া অনুযায়ী একটি বিকল্প দল চিহ্নিত করার পথে অগ্রসর হয়। টিটোয়েন্টি বিশ্বকাপে জায়গা করতে না পারা দলগুলোর মধ্যে সর্বোচ্চ র‌্যাঙ্কিংধারী স্কটল্যান্ডকে বাংলাদেশের পরিবর্তে এবারের টিটোয়েন্টি বিশ্বকাপে খেলার আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছে আইসিসি। ‘সি’ গ্রুপে বাংলাদেশের জায়গায় ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল ও ইতালির বিপক্ষে এখন খেলবে স্কটিশরা।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বকাপে পাকিস্তানের খেলা নিয়ে সরকারের সিদ্ধান্ত জানার অপেক্ষায় পিসিবি
পরবর্তী নিবন্ধকর্ণফুলী টানেলের রক্ষণাবেক্ষণ কাজের জন্য ট্রাফিক ডাইভারশন