বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের মান বেড়েছে : হনুমা বিহারী

| বুধবার , ৬ এপ্রিল, ২০২২ at ৬:১৯ পূর্বাহ্ণ

ভারতের হনুমা বিহারি আগেও আবাহনীর হয়ে খেলে গেছেন। সেটা ২০১৭-২০১৮ মৌসুমে। চার বছর পর আবার আকাশী-হলুদ জার্সি গায়ে চাপিয়েছেন হনুমা বিহারি। তবে এবার আবাহনীর হয়ে খেলতে এসে এক নতুন অভিজ্ঞতা হলো অন্ধ্রপ্রদেশের এ ব্যাটারের। তার অনুভব, উপলব্ধি- বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের মান আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। আগে যখন খেলে গেছেন তখন তার মনে হয়েছিল, বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সাথে ভারতের ঘরোয়া ক্রিকেটের মানের পার্থক্য বিস্তর। ভারতের ঘরোয়া ক্রিকেটের স্ট্যান্ডার্ড অনেক বেশি উন্নত; কিন্তু এবার আবাহনীর হয়ে ৫ ম্যাচ খেলার পর হনুমা বিহারির ধারণা বদলে গেছে। এখন তার মনে হয়, ভারতের ঘরোয়া ক্রিকেটের সাথে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের মানের ফারাক কমেছে। এখন সে মানের পার্থক্যের বিশালতাও কমেছে। তাইতো হনুমার মুখে এমন কথা, ‘আমি যখন চার বছর আগে খেলে গেছি, তখন দেখেছি ভারতের ঘরোয়া ক্রিকেটের মানের সাথে এখনকার মানের পার্থক্য অনেক। তবে এবার এসে দেখছি সে পার্থক্যটা কমেছে বেশ। এখন বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের মান ভারতের খুব কাছাকাছি পৌঁছে গেছে।’ তার শেষ কথা, আমার মনে হয় বাংলাদেশের ক্রিকেট সঠিক পথেই আছে এবং ভালমতোই এগুচ্ছে। তাই হনুমার কথা, ‘আমি দেখেছি বেশ কিছু তরুণ প্লেয়ার উঠে এসেছে এবং নিজ নিজ ক্লাবের হয়ে পারফরমও করছে।’
এবারের লিগ দেখে আরও একটি ধারণা জন্মেছে এ ভারতীয় উইলোবাজের। তার মনে হয়, আগামী নভেম্বরে বাংলাদেশ সফরে এসে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে ভারতকে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের নির্বাচিত স্কুল সমূহের জ্ঞাতার্থে
পরবর্তী নিবন্ধনাজিরপাড়ায় দিবারাত্রি ফুটবল টুর্নামেন্ট শুরু