বাংলাদেশের উন্নয়ন পার্শ্ববর্তী দেশের পার্লামেন্টেও আলোচনা হয়

ফটিকছড়িতে জাহাঙ্গীর কবির নানক

ফটিকছড়ি প্রতিনিধি | সোমবার , ৪ জানুয়ারি, ২০২১ at ১১:৩২ পূর্বাহ্ণ

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের কারণে আজ দেশ এমন পর্যায়ে পৌঁছেছে যে পাকিস্তান পর্যন্ত আফসোস করে। তাদের পার্লামেন্টে আলোচনা করে বাংলাদেশের কথা। বাংলাদেশের উন্নয়ন নিয়ে ভারতসহ পার্শ্ববর্তী দেশগুলোর পার্লামেন্টেও আলোচনা হয়। তিনি গতকাল রোববার দুপুরে ফটিকছড়ি উপজেলার বাগান বাজার ইউনিয়নে সংক্ষিপ্ত পথসভায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখছিলেন।
বাগানবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মজিদ মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিন মুহুরী, বাগান বাজার ইউপি চেয়ারম্যান মো. রুস্তম আলী, ফটিকছড়ি পৌরসভার মেয়র মো. ইসমাইল হোসেন, আওয়ামী লীগ নেতা তসলিম বিন জহুর। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাগান বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল আলম বাবলু।

পূর্ববর্তী নিবন্ধমহেশখালীতে ১৫০ পরিবারের পাশে রোটার‌্যাক্ট ক্লাব
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে রাজনীতিবিদ নাজিম উদ্দীনের মৃত্যুবার্ষিকী পালন