দায়িত্ব পাওয়ার প্রায় এক মাস পর প্রথম কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল বিকেল তিনটায় নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে সভা করে সংগঠনটি। উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল আলোচনা সভায় যোগ দেন লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে গোলাম আকবর খোন্দকার বলেন, বাংলাদেশের অভ্যুদয় ও ক্রান্তিকালে জিয়ার ভূমিকা অবিস্মরণীয়
জানা গেছে, গত ২৩ নভেম্বর বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকারকে আহ্বায়ক করে ৩৯ সদস্যের উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছিল। এদিকে গতকালকেব কর্মসূচিতে দলের প্রতিষ্ঠাতার স্বপ্ন বাস্তবায়নে সংগঠনকে শক্তিশালী করার জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দেন গোলাম আকবর খোন্দকার। সভায় বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হুম্মাম কাদের চৌধুরী ও উদয় কুসুম বড়ুয়া। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য নুরুল আমিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের সদস্য অধ্যাপক ইউনুস চৌধুরী, নূর মোহাম্মদ, আজম খান, জসিম উদ্দিন সিকদার, কর্নেল (অব:) আজিম উল্লাহ বাহার, আব্দুল আউয়াল চৌধুরী, অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী, এডভোকেট আবু তাহের, সেকান্দর চৌধুরী, অধ্যাপক মীর্জা শহীদুল্লাহ, সেলিম চেয়ারম্যান, রিপন তালুকদার, শওকত আলী নূর, কুতুব উদ্দিন বাহার, আবু আহমেদ হাসনাত, অধ্যাপক মোহাম্মদ মহসিন, সালাউদ্দিন চেয়ারম্যান, শাহিদুল ইসলাম চৌধুরী, মোবারক হোসেন কাঞ্চন চেয়ারম্যান, সোলায়মান মঞ্জু, আনোয়ার হোসেন, আবু জাফর চৌধুরী, মোহাম্মদ জাকের হোসেন, আহসানুল কবির রিপন, ফকির আহমেদ, আজমত আলি বাহাদুর, শ্রমিকদল নেতা মোস্তফা কামাল পাশা, সৈয়দ নাছির উদ্দিন, যুবদল নেতা হাসান মো. জসিম, মুরাদ চৌধুরী, নুরুল হুদা, তাঁতী দল নেতা মোহাম্মদ সিদ্দিক, মৎস্যজীবী দল নেতা শফিউল আলম চৌধুরী, ছাত্র নেতা কে আলম, শহীদুল্ ইসলাম, জাহিদুল আফছার জুয়েল, মনিরুল আলম জনি।