বাংলাদেশের অগ্রগতি আজ বহির্বিশ্বেও প্রশংসিত

প্রকাশনা অনুষ্ঠানে আব্দুল করিম

| মঙ্গলবার , ২৩ মার্চ, ২০২১ at ৮:৩৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে সৈয়দ জুলকরনাইনের ‘প্রিয় রাসূল (দ.) ও অন্যান্য প্রসঙ্গ’ এবং ‘সুনীতি, দুর্নীতি এবং রাজনীতি’ বইদ্বয়ের প্রকাশনা ও মোড়ক উন্মোচন গত ২০ মার্চ অনুষ্ঠিত হয়েছে। প্রকাশনা প্রতিষ্ঠান আপন আলোর আয়োজনে এবং সৈয়দ দোস্ত মুহাম্মদ (রহ.) ফাউন্ডেশনের সহযোগিতায় প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক মুখ্যসচিব মুহাম্মদ আব্দুল করিম। আল্লামা সৈয়দ দোস্ত মুহাম্মদ (রহঃ) ফাউন্ডেশনের সভাপতি সৈয়দ মুহাম্মদ মুজাহিদের সভাপতিত্বে এবং মিনহাজুর রহমান শিহাবের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শিক্ষাবিদ শামসুদ্দিন শিশির। মুখ্য আলোচক ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক ড. গাজী গোলাম মাওলা। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক মুজিব রাহমান এবং খলিলুর রহমান মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবু তৈয়ব। উপস্থিত ছিলেন সৈয়দ মুহাম্মদ জুন্নুরাইন, বাংলাদেশ কল্যাণ পার্টি মহানগর সভাপতি মোহাম্মদ ইলিয়াস ও ফিউশন ডিজাইন এন্ড ইঞ্জিনিয়ারিং এর এমডি লায়ন এম এ হোসেন বাদল প্রমুখ। মুহাম্মদ আব্দুল করিম বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এসে বাংলাদেশ বিভিন্ন সূচকে অভূতপূর্ব উন্নতি সাধন করতে সমর্থ হয়েছে। করোনাকালীন দুরাবস্থার পরও প্রবৃদ্ধির সূচকে বাংলাদেশের অগ্রগামিতা তারই প্রতিচ্ছবি। শিল্প, সাহিত্য, অর্থনীতি বিভিন্ন খাতে বাংলাদেশের অগ্রগতি বহির্বিশ্বের কাছেও আজ প্রশংসিত হচ্ছে। সৈয়দ মুহাম্মদ জুলকারনাইনের লেখনিতে সমসাময়িক বিষয়াবলির উপর নিরপেক্ষ, স্পষ্টতা ও সত্যাবলম্বন তার লেখনির মাধুর্য ও গ্রহণযোগ্যতা আরো বৃদ্ধি করেছে। ড. গাজী গোলাম মাওলা বলেন, বই মানুষের মেধা, মনন ও চিন্তা চেতনা স্বত্বার অবিকল বহিঃপ্রকাশ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলী নদীকে নিয়েও গবেষণা দরকার
পরবর্তী নিবন্ধআজ সেকান্দর হায়াত খানের ৮ম মৃত্যুবার্ষিকী