বাংলাদেশে স্বাধীনভাবে গান গাইতে পারছি না

| বুধবার , ৪ অক্টোবর, ২০২৩ at ৪:৫৩ পূর্বাহ্ণ

বাংলাদেশের জনপ্রিয় সংগীত শিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি বললেন, আমি বাংলাদেশে স্বাধীনভাবে গান গাইতে পারছি না। আর দল সমর্থনের ব্যাপারে বলতে চাই, আমি বিএনপিকে সমর্থন করি। আপনারাও কোনো না কোনো দলকে সমর্থন করেন। আপনারা প্রকাশ্যে বলছেন না। আর আমি বলছি, এটুকুই। আর রাজনীতি নিয়ে আপনাদের যত উৎসাহমূলক প্রশ্ন। চ্যানেল আই তো আমাকে রাজনীতি নিয়েই প্রশ্ন করলো। নিউইয়র্কের জ্যাকসন হাইটসে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তার কাছে প্রশ্ন ছিল আপনি বাংলাদেশে স্বাধীনভাবে গান গাইতে পারেন কিনা?

কোনো দলকে সমর্থন করেন কি? এ দুটি প্রশ্নের জবাবে ন্যান্সি উল্লেখিত মন্তব্য করেন। তিনি আরও বলেন, আমি কোনো পদপদবীর জন্য বিএনপিকে সমর্থন করি না। কোনোদিন তা চাইনি। বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশন ও শো টাইম মিউজিক সোমবার ২ অক্টোবর ন্যান্সির যুক্তরাষ্ট্র আগমন উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে।

এতে বক্তব্য রাখেন বাবলু জাহাঙ্গীর, এনামুল হক, নিক রাওয়ান, আলমগীর খান আলমগীর। ন্যান্সি নভেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থান করবেন। এই সময়ে নিউইয়র্ক, বাফেলো, ওয়াশিংটন ডিসি, বোস্টন, মায়ামী ও লস এঞ্জেলসে সংগীত পরিবেশন করবেন। আগামী ৮ অক্টোবর নিউইয়র্কের কুইন্সস্থ ম্যারি লুইস একাডেমি হলে তার একক সংগীতানুষ্ঠান রয়েছে। এর মূল আয়োজক শো টাইম মিউজিকের আলমগীর খান আলম। উপস্থাপনায় থাকবেন নিম্মি।

পূর্ববর্তী নিবন্ধআমি খুবই বিপদে পড়েছি : ফাহমিদা নবী
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে প্রথম মৌলিক গানের রকফেস্ট