সাবেক এমপি শাহজাহান চৌধুরী বলেছেন, সংখ্যালঘু সংখ্যাগুরু কোনো কথা নয় বাংলাদেশে সকল সমপ্রদায়ের মানুষ সমান অধিকার ভোগ করবে। আধুনগর ইউনিয়নের মা–বোনদের নিকট অতীতের ন্যায় এবারও ন্যায়ের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট ভিক্ষা চাই, অতীতে আপনারা আমাকে ভোট দিয়ে দুই বার সংসদে পাঠিয়েছেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাকে আপনারা দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন। চট্টগ্রাম–১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) সংসদীয় আসনের প্রার্থী জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য শাহজাহান চৌধুরী গতকাল বৃহস্পতিবার লোহাগাড়া আধুনগর ইউনিয়নে গণসংযোগকালে এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা নুরুল হোছাইন, লোহাগাড়া জামায়াতের আমির অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, সেক্রেটারি অধ্যক্ষ আ ন ম নোমান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতা রফিক দিদার, আধুনগর জামায়াতের আমির মাওলানা আব্দুল কাদের, সেক্রেটারি মাওলানা জহিরুল ইসলাম ছানুভী, ইউপি চেয়ারম্যান মুহাম্মদ নাজিম উদ্দীন, মুহাম্মদ শহিদুল ইসলাম, হেলাল উদ্দিন আযাদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।









