স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র দৈনিক আজাদীর প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক ইঞ্জিনিয়ার আলহাজ্ব মোহাম্মদ আবদুল খালেকের ৫৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু একাডেমি কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সেমিনারের আয়োজন করা হয়েছে। বাংলাদেশে সংবাদপত্রের অন্যতম পথিকৃৎ ইঞ্জিনিয়ার আবদুল খালেক শীর্ষক সেমিনারটি আজ বিকাল ৪ টায় নগরীর রীমা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। এতে মূলপ্রবন্ধ পাঠ করবেন সিইউজের প্রাক্তন সভাপতি কবি নাজিমুদ্দীন শ্যামল। প্রধান অতিথি থাকবেন চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন। সভাপতিত্ব করবেন চবির প্রাক্তন উপাচার্য ও সোশ্যাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ, মুখ্য আলোচক থাকবেন, প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া। আলোচক থাকবেন দক্ষিণ জেলার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান, ইউএসটিসির প্রাক্তন উপাচার্য প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া, লায়ন্স ক্লাবস্ অব ইন্টারন্যাশনালের প্রাক্তন জেলা গভর্নর লায়ন শাহ আলম বাবুল, শিক্ষাবিদ হাসিনা জাকারিয়া, বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন যুগ্ম পরিচালক মুক্তিযোদ্ধা ফজল আহমদ। সেমিনারে আগ্রহীদের উপস্থিত থাকার জন্য সংগঠনের আহ্বায়ক হাজী সাহাব উদ্দীন ও সদস্য সচিব আলী আহমেদ শাহীন অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।