বাংলাদেশিদের জন্য চিকিৎসা ভিসায় গ্রিন চ্যানেল চালু করল চীন

| সোমবার , ৫ মে, ২০২৫ at ১০:২৭ পূর্বাহ্ণ

বাংলাদেশিদের জন্য চিকিৎসা ভিসা প্রক্রিয়ায় বিশেষ সুবিধা বা ‘গ্রিন চ্যানেল’ চালু করেছে ঢাকাস্থ চীনা দূতাবাস। এই ব্যবস্থার অধীনে ভিসার জন্য আবেদনকারীদের নথিপত্রের প্রক্রিয়া আরও সহজ এবং দ্রুত ভিসা প্রদানে ব্যবস্থা নেওয়া হবে। গতকাল রোববার বাংলাদেশে ঢাকার চীনা দূতাবাসের ওয়েবসাইটে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। খবর বিবিসি বাংলার।

বিবৃতিতে বলা হয়েছে, গত মার্চ মাসে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের চীন সফরের সময় দুই দেশের নেতাদের মধ্যে স্বাস্থ্য সহযোগিতা বৃদ্ধি এবং কর্মী বিনিময় সহজ করার বিষয়ে যে ঐকমত্য হয়েছিল, তারই অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এতে বলা হয়, এই উদ্যোগের আওতায় এখন থেকে বাংলাদেশের লাইসেন্সপ্রাপ্ত ট্রাভেল এজেন্সিগুলো চিকিৎসার উদ্দেশ্যে চীনগামী যাত্রীদের ব্যাংক ডিপোজিট সার্টিফিকেট ও আত্মীয়তার প্রমাণপত্র গ্যারান্টি হিসেবে দিতে পারবে। এজন্য আর পররাষ্ট্র মন্ত্রণালয়ের থেকে ডকুমেন্ট অথেনটিকেশন প্রয়োজন হবে না। এছাড়া, মেডিকেল ভিসার জন্য ভিসা কেন্দ্রে একটি আলাদা কাউন্টার চালু করা হয়েছে, যেখানে আবেদনকারীরা অপেক্ষা না করেই সরাসরি ডকুমেন্ট জমা দিতে পারবেন। জরুরি চিকিৎসার ক্ষেত্রে একই দিনে ভিসা পাওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে। গ্রিন চ্যানেল ব্যবস্থায়, আবেদনকারীদের সাক্ষাৎকার দেওয়ার ক্ষেত্রেও অগ্রাধিকার থাকবে। তাদের লাইনে দাঁড়ানোর প্রয়োজন হবে না। কেউ চিকিৎসার কারণে সরাসরি সাক্ষাৎকারে উপস্থিত হতে না পারলে, ট্রাভেল এজেন্সির গ্যারান্টিপত্রের মাধ্যমে রিমোট সাক্ষাৎকার দেওয়ার সুযোগ পাবেন বলেও বিবৃতিতে জানানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরামুতে মানুষের কাটা পা উদ্ধার
পরবর্তী নিবন্ধএপ্রিলে এলো পৌনে তিন বিলিয়ন ডলার রেমিটেন্স