যুক্তরাজ্যের অন্তত নয়টি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ও পাকিস্তানের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথ বন্ধ হচ্ছে। ফিন্যান্সিয়াল টাইমস লিখেছে, ভিসা অপব্যবহারের উদ্বেগ ও দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কঠোর বিধিনিষেধের কারণে বিশ্ববিদ্যালয়গুলো এ দুটি দেশের শিক্ষার্থীদের আবেদন নিচ্ছে না।
যুক্তরাজ্যে উচ্চশিক্ষার জন্য গিয়ে পরে আশ্রয় প্রার্থনা করেন অনেক শিক্ষার্থী। তারা সেখানেই থেকে যেতে চান। এমন অভিবাসন প্রত্যাশীদের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে ব্রিটিশ সীমান্ত সুরক্ষা মন্ত্রী ডেম অ্যাঞ্জেলা ঈগল বিশ্ববিদ্যালয়গুলোকে সতর্ক করেছেন। তিনি বলেছেন, উচ্চশিক্ষার জন্য ভিসা প্রক্রিয়া যুক্তরাজ্যে আশ্রয় নেওয়ার কৌশল হিসেবে ব্যবহার করা অবশ্যই উচিত নয়। ফলে কেবল উচ্চশিক্ষার জন্যই যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে পড়তে চান– এমন প্রকৃত শিক্ষার্থীদের বেছে নিতে সরকারের কাছ থেকে চাপের মুখে রয়েছে বিশ্ববিদ্যালয়গুলো। খবর বিডিনিউজের।
বিদেশি শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে কঠোর হওয়া বিশ্ববিদ্যালয়গুলোর একটি ইউনিভার্সিটি অব চেস্টার। সাম্প্রতিক অপ্রত্যাশিতভাবে ভিসা প্রত্যাখ্যানের হার বেড়ে যাওয়ার কারণ দেখিয়ে ২০২৬ সালের শরৎ পর্যন্ত তারা পাকিস্তানি শিক্ষার্থী ভর্তি স্থগিত রেখেছে। ইউনিভার্সিটি অব উলভারহ্যাম্পটন পাকিস্তান ও বাংলাদেশের স্নাতকের শিক্ষার্থীদের আবেদন নিচ্ছে না। ইউনিভার্সিটি অব ইস্ট লন্ডন পাকিস্তানের শিক্ষার্থী ভর্তি স্থগিত করছে। অন্যগুলোর মধ্যে সান্ডারল্যান্ড ও কভেন্ট্রি বিশ্ববিদ্যালয়ও রয়েছে। এ দুটি বিশ্ববিদ্যালয়ই পাকিস্তান ও বাংলাদেশ থেকে শিক্ষার্থী ভর্তি স্থগিত করেছে।










