বাংলাদেশ সিরিজের জন্য নেদারল্যান্ডস দল ঘোষণা

| বৃহস্পতিবার , ২১ আগস্ট, ২০২৫ at ১১:৫৭ পূর্বাহ্ণ

গত মাসেই টিটোয়ন্টি বিশ্বকাপের ইউরোপিয়ান অঞ্চলের বাছাইপর্বে দারুণ বোলিং করেছেন বাস ডে লেডে ও রুলফ ফন ডার মেরওয়া। বরাবরই নেদারল্যান্ডস দলের গুরুত্বপূর্ণ অংশ তারা দুজন। কিন্তু এই দুই অলরাউন্ডারের কেউই আসছেন না বাংলাদেশ সফরে। পাশাপাশি থাকছেন না আগ্রাসী ওপেনার মাইকেল লেভিটও। বাংলাদেশ ক্রিকেটের চেনা একটি নাম অবশ্য থাকছে নেদারল্যান্ডস দলে। তবে তিনি ক্রিকেটার নন। ডাচদের প্রধান কোচ হয়ে আসছেন রায়ান কুক। যিনি বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফিল্ডিং কোচ। ২০১৮ সালের জুলাই থেকে ২০২১ সালে নভেম্বর পর্যন্ত বাংলাদেশ দলে কাজ করেছেন এই দক্ষিণ আফ্রিকান। ২০২২ সালে ভারপ্রাপ্ত প্রধান কোচ হিসেবে ডাচদের সঙ্গে কাজ শুরু করেন কুক। পরে তিনিই পান মূল দায়িত্ব। কুকের কোচিংয়েই ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর কলকাতায় বাংলাদেশকে বিশাল ব্যবধানে হারায় ডাচরা। গত মাসে ইউরোপিয়ান অঞ্চলের বাছাইয়ে চ্যাম্পিয়ন হয়ে আগামী বছরের টিটোয়েন্টি বিশ্বকাপেও জায়গা করে নিয়েছে তারা। তিন ক্রিকেটারকে না পাওয়ায় অবশ্য বাংলাদেশ সফরে তাদের শক্তির কমে গেলে বেশ কিছুটা। আগামী মঙ্গলবার বাংলাদেশে আসবে ডাচরা। তিন ম্যাচ সিরিজের প্রথমটি ৩০ আগস্ট, পরের দুটি ১ ও ৩ সেপ্টেম্বর। সিলেটে সবকটি ম্যাচই শুরু সন্ধ্যা ৬টায়। নেদারল্যান্ডস স্কোয়াড: স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), মাক্স ও’ডাউড, ভিক্রামজিৎ সিং, আনিল নিদামানুরু, নোয়াহ ক্রোস, সাকিব জুলফিকার, রায়ান ক্লেইন, কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, পল ফন মিকেরেন, শারিজ আহমাদ, বেন ফ্লেচার, ড্যানিয়েল ডোরাম, টিম প্রিঙ্গল, ফ্রেড ক্লাসেন।

পূর্ববর্তী নিবন্ধপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে ক্লিন সিটি গড়া হবে : মেয়র
পরবর্তী নিবন্ধচ্যালেঞ্জ কাপে ছোট ভাইদের কাছে হেরে গেলেন জ্যোতিরা