ফটিকছড়ি ভুজপুর থানা পূজা উদযাপন পরিষদের মহালয়া অনুষ্ঠান গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম। তিনি দেশের উন্নয়ন ও অগ্রগতি অর্জনে দেশের বিদ্যমান সামপ্রদায়িক সমপ্রীতি কাজে লাগানোর জন্য সব ধর্মের অনুসারীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, মহালয়ার অনুষ্ঠান বাঙালির হাজার বছরের সামপ্রদায়িক সমপ্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করবে। তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি অসামপ্রদায়িক স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। এদেশে সকল ধর্ম ও বর্ণের মানুষ যুগ যুগ ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন। সরকার সকল ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার নিশ্চিত করেছেন। আগামীতেও তা অব্যাহত থাকবে। সংগঠনের সভাপতি লিংকন চক্রবর্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রনজিত কুমার শীলের সঞ্চালনায় এতে উদ্বোধক ছিলেন অ্যাড. তরুণ কিশোর দেব, উপজেলা ভাইস– চেয়ারম্যান অ্যাড সালামত উল্লাহ চৌধুরী শাহীন, অ্যাড. উত্তম কুমার মহাজন, চেয়ারম্যান জানে আলম, চেয়ারম্যান জয়নাল আবেদীন, শাহাজান চৌধুরী শিপন, শাহাদাত হোসেন সাজু, কৃষ্ণ বৈষ্ণব, লক্ষীবিন্দু দেব, বুলবুল কান্তি দে, হেলাল উদ্দিন ফারুকী, তাপস চন্দ বাবু, বীর মুক্তিযোদ্ধা বাবুল কান্তি দেব, আশীষ কান্তি দে,রনজিত কুমার পাল, শিমুল ধর, সুমার কুমার বনিক, ডা. বরণ কুমার আচার্য, তপন কুমার পালিত, আশীষ চক্রবর্তী, দুলাল কান্তি আচার্য , প্রিয়রঞ্জন ভট্টাচার্য, সুজিত চক্রবর্তী, অনিল সেন, সুনিল কান্তি সেন, চিত্তরঞ্জন দেব। প্রেস বিজ্ঞপ্তি।